ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানের মন্ত্রিপরিষদে পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
জাপানের মন্ত্রিপরিষদে পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

ঢাকা: জাপানের মন্ত্রিপরিষদে পরিবর্তন এনেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

বুধবার (০৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ পরিবর্তনের কথা জানানো হয়।



পরিবর্তনের অংশ হিসেবে দক্ষ রাজনীতিক ও সংসদ সদস্য মোতু হায়াশিকে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ইয়োইচি মিয়াজাওয়া। তিনি মাত্র এক বছর এ পদে বহাল ছিলেন। আর হাকুবুন শিমোমুরাকে সরিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে হিরোশি হাসেকে।

তবে কেবিনেটমন্ত্রী ইউশিহিদে সুগা, ফিন্যান্স মিনিস্টার তারো আসো ও ইকোনমিকস মিনিস্টার আকিরা আমারি তাদের পূর্বের দায়িত্বেই বহাল রয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী জেন নাকাতানি ও পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদাও তাদের অবস্থান ধরে রেখেছেন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।