ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মে মাসেই প্যারিসকে সতর্ক করেছিলো মার্কিন গোয়েন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
মে মাসেই প্যারিসকে সতর্ক করেছিলো মার্কিন গোয়েন্দা ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি হামলার ব্যাপারে ফ্রান্সকে গত মে মাসেই সতর্ক করেছিলো মার্কিন গোয়েন্দা বিভাগ। তারা জানান, জঙ্গি গোষ্ঠী প্যারিসে হামলা চালাতে ধীরে ধীরে সক্ষমতা অর্জন করছে।



প্যারিস হামলার মূল হোতা আবদেলহামিদ আবাউদের ব্যাপারেও সতর্ক করেন গোয়েন্দারা।

সম্প্রতি এফবিআই’র সমন্বয়ে ‘অফিস অব ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস’-এর প্রকাশিত হামলা পরবর্তী এক মূল্যায়নে বিষয়টি তুলে ধরা হয়।

মূল্যায়নে বলা হয়, যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোপে হামলার ঝুঁকি বেশি। তবে যুক্তরাষ্ট্রেও হামলার ঝুঁকি রয়েছে।

হামলার আগে ও পরে ফ্রান্সসহ গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান দেশগুলোতে গবেষণা চালিয়ে এ মূল্যায়ন তৈরি করা হয়েছে।

গত শুক্রবার (১৩ নভেম্বর) প্যারিসে হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস)। হামলায় ১শ ২৯ নিহত ও তিন শতাধিক আহত হন। আহতদের মধ্যে প্রায় ৮০ জনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।