ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পারমাণবিক চুল্লি নির্মাণে মিশর-রাশিয়া চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
পারমাণবিক চুল্লি নির্মাণে মিশর-রাশিয়া চুক্তি ছবি: সংগৃহীত

ঢাকা: পারমাণবিক চুল্লি নির্মাণে মিশর ও রাশিয়া চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছেন মিশরীয় প্রেসিডেন্ট আব্দেল-ফাত্তাহ আল-সিসি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তৃতায় এ তথ্য জানান তিনি।

তবে কবে এ চুক্তি সম্পাদিত হয়েছে কিংবা কোথায় কতো ব্যয়ে পারমাণবিক চুল্লি নির্মাণ করা হবে, সে ব্যাপারে কিছু জানাননি সিসি।

৩৫ বছর মেয়াদী ঋণচুক্তির আওয়ায় এ চুল্লি প্রকল্প বাস্তবায়ন করা হবে জানিয়ে মিশরীয় প্রেসিডেন্ট বলেন, তৃতীয় প্রজন্মের এই চুল্লি হবে চার রিয়েক্টর বিশিষ্ট।

ঋণের ব্যাপারে সিসি বলেন, দেশের মূল জাতীয় আয় থেকে এ ঋণ পরিশোধ করা হবে না। চুল্লি থেকে উৎপাদিত বিদ্যুতের আয় থেকেই তা শোধ করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।