ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বোমা হামলার হুমকি

মধ্য আকাশে দিক বদলালো টার্কিশ এয়ারলাইন্সের প্লেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
মধ্য আকাশে দিক বদলালো টার্কিশ এয়ারলাইন্সের প্লেন

ঢাকা: বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেন মধ্য আকাশে দিক বদলে কানাডার হেলিফ্যাক্সে অবতরন করেছে।

এ৩৩০ এয়ারবাসটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে তুরস্কের ইস্তানবুল যাচ্ছিলো বলে রোববার (২২ নভেম্বর) জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

তবে এতে কতোজন আরোহী আছেন, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

হেলিফ্যাক্সের বিমানবন্দরে দমকল বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। আরোহীদের উদ্ধার ও  প্লেনটি অনুসন্ধানের সব প্রস্তুতিই সম্পন্ন হয়ে গেছে বলে জানিয়েছে কানাডার স্থানীয় সংবাদমাধ্যমগুলো। সেই সঙ্গে দেশটির জরুরি বিভাগ ও পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।

তবে বোমা হামলার এ হুমকির প্রকৃতি বা কারা এ ধরনের হুমকি দিয়ে থাকতে পারে, সে ব্যাপারে এখনও নিশ্চিত করে জানাতে পারেনি কেউ। অনলাইনে হুমকিটি দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।