ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসবিরোধী অভিযান

ভূমধ্যসাগরে ফরাসি বিমানবাহী রণতরী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ভূমধ্যসাগরে ফরাসি বিমানবাহী রণতরী ছবি: সংগৃহীত

ঢাকা: ভূমধ্যসাগরে পৌঁছে গেছে ফরাসি বিমানবাহী রণতরী। সোমবার (২৩ নভেম্বর) এই রণতরী থেকেই আইএসবিরোধী অভিযান শুরু হবে বলে জানিয়েছে দেশটি।



রোববার (২২ নভেম্বর) ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিন-ইয়েভস লি দ্রাইন বলেছেন, আগামীকাল (সোমবার) থেকে রণতরীটি তার কার্যক্রম শুরু করবে।

প্যারিস হামলার নয়দিন পর এ ঘোষণা এলো ফ্রান্সের পক্ষ থেকে। গত ১৩ নভেম্বর প্যারিস ও এর আশেপাশের ছয়টি এলাকায় সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত ও সাড়ে তিন শতাধিক আহত হন। হামলার পরদিন এর দায় স্বীকার করে নেয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।