ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে আত্মঘাতী হামলায় আরও এক তরুণের ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
ফ্রান্সে আত্মঘাতী হামলায় আরও এক তরুণের ছবি প্রকাশ

ঢাকা: সম্প্রতি ফ্রান্সে ভয়াবহ হামলার ঘটনায় রোববার (২২ নভেম্বর) আরও এক আত্মঘাতী তরুণ হামলাকারীর ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। সিরিয়ান পাসপোর্টে ওই তরুণের নাম মোহাম্মদ আল মাহমুদ।



রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় মধ্যরাতে দেশটির পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করে।

ফ্রান্সের ন্যাশনাল স্টেডিয়াম (স্টেদে ডি ফ্রান্স স্টেডিয়াম) সংলগ্ন এলাকায় তিন আত্মঘাতী হামলাকারীর মধ্যে ওই তরুণও ছিলো বলে তদন্তকারী পুলিশ কর্মকর্তারা দাবি করেছে।

এর আগে আত্মঘাতী তরুণ হামলাকারী বিল্লাল হাদফিকে (২০) চিহ্নিত করা হয়েছে। যিনি বেলজিয়ামে বসবাস করতেন। অন্য আরও একজনের ছবি প্রকাশ কর‍া হয়েছে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

গত ১৩ নভেম্বর দিনগত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাতাক্লঁ থিয়েটার হলে ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। এছাড়া সেন্ট ডেনিসেও হামলা চালানো হয়। এতে সর্বশেষ ১৩০ জনের প্রাণহানির খবর পাওয়া যায়। আহত হয়েছেন কমপক্ষে সাড়ে ৩শ’জন।

ওই হামলায় আট হামলাকারী নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করে। তাদের মধ্যে সাতজনই ছিলো আত্মঘাতী বোমারু।

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।