ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ৮

ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মাইদুগুরি শহরে রোববার এক নারীর আত্মঘাতী বোমা বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে সাতজন।



রোববার (২২ নভেম্বর) দিনগত গভীর রাতে দেশটির স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার স্থানীয় সমন্বয়ক মোহাম্মদ কানার জানান, নারী এবং শিশুদের জমায়েতের মধ্যে ছন্দ বেশে ঢুকে ওই নারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়।

আত্মঘাতী বোমা বিস্ফোরণকারী ওই নারী বয়স ২০ বছরের মতো হবে। তবে প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

সম্প্রতি ওই অঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর আত্মঘাতী বোমা হামলার ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে মাইদুগুরিতে অক্টোবর থেকে এ পর্যন্ত ছয়বার এ ধরনের হামলা হয়েছে। এসব হামলায় বিভিন্ন সময় প্রায় ৫৪ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।