ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মিউজিক ভিডিওর শ্যুটিংয়ে গুলি, আহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
যুক্তরাষ্ট্রে মিউজিক ভিডিওর শ্যুটিংয়ে গুলি, আহত ১৬ ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সের একটি পার্কে এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন কমপক্ষে ১৬জন।

স্থানীয় সময় রোববার রাত সাতটার দিকে শহরের আপার নাইনথ ওয়ার্ডের বানি ফ্রেন্ড পার্কে এ ঘটনা ঘটে।

একটি মিউজিক ভিডিও তৈরিতে অংশ নেয়ার জন্য সেখানে সমবেত হয়েছিলো কমপক্ষে ৩শ’ জন। এ সময় দুই গ্রুপের বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে যান তারা।

নিউ অরলিন্স পুলিশের এক মুখপাত্র নিউইয়র্ক টাইমসকে জানান, গোলাগুলির ঘটনায় দু’টি গ্রুপ জড়িত বলে তারা নিশ্চিত। এক বিবৃতিতে নিউ অরলিন্স পুলিশ জানিয়েছে, বন্দুকযুদ্ধের পরপরই স্থান ত্যাগ করে জড়িতরা।

মিউজিক ভিডিওর শ্যুটিংয়ে জড়ো হওয়াদের মধ্যে মারামারির ঘটনা থেকে এ গোলাগুলির সূত্রপাত বলে জানায় স্থানীয় আর একটি পত্রিকা।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।