ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
মিশরে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ১

ঢাকা: মিশরে একটি হোটেলের বাইরে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির এল-আরিশ শহরে এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।



প্রাথমিকভাবে এ ঘটনায় আর কেউ হতাহত হয়েছেন কি না, সে ব্যাপারে এখনও কিছু জানাতে পারেনি স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সংগঠনও দায় স্বীকার করে নেয়নি। তবে ধারণা করা হচ্ছে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারে। সম্প্রতি সিনাই উপত্যকায় একই ধরনের হামলার ঘটনা ঘটিয়েছে আইএসের মিত্র একটি সংগঠন।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথমে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। এর দশ মিনিট পর দ্বিতীয় বোমার বিস্ফোরণটি ঘটে।

পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলেছেন। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও সেখানে পৌঁছেছে বলে জানানো হয়েছে খবরে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।