ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘আর শরণার্থী নিতে পারবে না ইউরোপ’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
‘আর শরণার্থী নিতে পারবে না ইউরোপ’ ছবি : সংগৃহীত

ঢাকা: ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেছেন, ইউরোপীয় দেশগুলো আর শরণার্থী নিতে পারবে না।

জার্মান সংবাদপত্র দ্য সুড্ডেশে জাইটুংয়ে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বহিঃসীমান্তে কড়াকড়ি আরোপই এখন এই ব্লকের ভাগ্য নির্ধারণ করতে পারে।

গত ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে জঙ্গি হামলার পর ইউরোপে শরণার্থী সংকট বিষয়ে নতুন হিসেব-নিকেষের সূচনা হয়েছে। ওই হামলায় ১৩০ জন নিহত ও সাড়ে তিন শতাধিক আহত হয়। হামলার পরদিন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করে নেয়।

পরবর্তী সময়ে ফ্রান্সের সেন্ট ডেনিসে বিশেষ বাহিনীর অভিযানে প্যারিস হামলার হোতা আবেদলহামিদ আবাউদ (২৭) নিহত ও বেশ কয়েকজন আটক হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন সালাহ আব্দেসলাম (২৬)। তিনি ও তার সহযোগীদের ধরতে বেলজিয়ামেও চলছে বিশেষ অভিযান।

এদিকে, ইউরোপীয় কমিশনের প্রধান জিন-ক্লড জাঙ্কারও বলেছেন, শেনজেন চুক্তি আংশিক নিষ্ক্রিয় হয়ে পড়েছে।

শেনজেন চুক্তির আওতায় ইইউভুক্ত দেশগুলোর জনসাধারণ পাসপোর্ট ছাড়া এই অঞ্চলের যেকোনো জায়গায় ভ্রমণ করতে পারতেন। তবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দেশ সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।