ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিনা ট্রাজেডি

সৌদি আরবে নিখোঁজ ইরানি কূটনীতিকের মরদেহ শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
সৌদি আরবে নিখোঁজ ইরানি কূটনীতিকের মরদেহ শনাক্ত ছবি: সংগৃহীত

ঢাকা: গত সেপ্টেম্বরে পবিত্র হজ অনুষ্ঠানের সময় মিনায় নিখোঁজ এক ইরানি কূটনীতিকের মরদেহ শনাক্ত করেছে কর্তৃপক্ষ। লেবানানে ইরানের সাবেক এই রাষ্ট্রদূতের নাম গাজানফার রোকনাবাদি (৪৯)।

নিখোঁজের পর তিনি অপহৃত হয়েছেন বলে ধারণা করা হচ্ছিলো।

ডিএনএ টেস্টের মাধ্যমে তার মরদেহ শনাক্ত করা হয় বলে বুধবার (২৫ নভেম্বর) এক খবরে জানিয়েছে ইরানি সংবাদসংস্থা আইএসএনএ। তবে কবে ও কিভাবে তার মৃত্যু হয়েছে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি খবরে।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজানফার রোকনাবাদির ভাই মোর্তজা বলেছেন, আমার ভাইয়েরা সৌদি আরব গেছেন। রোকনাবাদির দেহ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফিরিয়ে আনা হবে।

পবিত্র হজ অনুষ্ঠানের সময় সৌদি আরবের মিনায় পদদলিতের ঘটনায় দুই হাজার দুইশজনেরও বেশি হাজির মৃত্যু হয়। এদের মধ্যে ৪৬৪ জন ইরানের নাগরিক।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।