ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিস হামলা

নিহতদের শ্রদ্ধা জানাবে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
নিহতদের শ্রদ্ধা জানাবে ফ্রান্স ছবি: সংগৃহীত

ঢাকা: ১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের স্মরণে শুক্রবার (২৭ নভেম্বর) শ্রদ্ধা জানাবে ফ্রান্স। এতে উপস্থিত থাকবেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।



আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিহতদের স্মরণে প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক হাসপাতালের কাছে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে হামলায় নিহতদের পরিবার ও ফ্রান্সের সর্বস্তরের মানুষ অংশ নেবেন।

এক ঘণ্টার অনুষ্ঠানে প্রেসিডেন্ট ওলাঁদ বিশ মিনিট বক্তব্য রাখবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। যা সরাসরি সম্প্রচারিত হবে।

সরকারি এক কর্মকর্তা জানান, ঘরকে নীল, সাদা ও লাল রঙে সাজিয়ে সব ফরাসি নাগরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।

তবে জানুয়ারিতে শার্লে হেবদো ঘটনার পর ফ্রান্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়নি এমন অভিযোগ করে প্যারিস হামলায় হতাহতদের অনেকের অত্মীয়-স্বজন শুক্রবারের অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানা গেছে।

গত ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশেপাশের পৃথক ছয়টি এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। এসব হামলায় ১৩০ জন নিহত ও সাড়ে তিন শতাধিক মানুষ আহত হন।

পরবর্তীতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলা দায় স্বীকার করে এক বিবৃতি দেয়। এছাড়া বুধবার (২৫ নভেম্বর) অপর এক ভিডিও ফুটেজে আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকি দেয় জঙ্গি সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।