ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালিতে রকেট হামলায় ২ শান্তিরক্ষীসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
মালিতে রকেট হামলায় ২ শান্তিরক্ষীসহ নিহত ৩ ছবি: সংগৃহীত

ঢাকা: মালির উত্তরাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এতে দুই শান্তিরক্ষীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় ভোরে উত্তরাঞ্চলীয় শহর কিদালের কাছের ওই ঘাঁটিতে এ হামলা চালানো হয়। মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র অলিভিয়ার সালগাদো’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।

সালগাদো বলেন, সন্ত্রাসীরা ভোরে ৪-৫টি রকেট নিক্ষেপ করে ঘাঁটিতে। এতে এই হতাহতের ঘটনা ঘটেছে। তবে, হামলায় হতাহতদের পরিচয় তৎক্ষণাৎ জানা যায়নি।

২০ নভেম্বর মালির রাজধানী বামাকোর একটি অভিজাত হোটেলে সন্ত্রাসীদের হামলায় ২০ জন নিহত হওয়ার পর সেখানে স্থিতিশীলতা ফেরাতে কাজ করে যাচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ও ফরাসি সৈন্যরা।

ৠাডিসন ব্লু হোটেলে চালানো ওই হামলার দায় স্বীকার করে আল-কায়েদার স্থানীয় শাখা (উপশাখা) ইসলামিক মাগরেব, আল-মৌরাবিতৌন ও ম্যাসিনা লিবারেশন ফ্রন্ট।

বিশ্লেষকরা মনে করছেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের ঘাঁটিতে হামলার সঙ্গে ওই হোটেলে হামলার যোগসূত্র থাকতে পারে।

** মালিতে জাতিসংঘ ঘাঁটিতে বন্দুকধারীর হামলা

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।