ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাতাক্লঁয়ে ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
বাতাক্লঁয়ে ওবামা বারাক ওবামা

ঢাকা: জলবায়ু সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবতরন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর সেখানে পৌঁছেই তিনি ছুটে গেছেন থিয়েটার হল বাতাক্লঁয়ে।



১৩ নভেম্বর সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সম্মান জানাতে সোমবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে বাতাক্লঁয়ে যান ওবামা। এ সময় তার সঙ্গে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

এর আগে রোববার (২৯ নভেম্বর) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাতাক্লঁয়ে নিহতদের প্রতি সম্মান জানান।

গত ১৩ নভেম্বর প্যারিসে ও এর আশেপাশের ছয়টি পৃথক স্থানে হামলা চালায় জঙ্গিরা। এসব হামলায় ১৩০ জন নিহত ও সাড়ে তিন শতাধিক আহত হন। এর মধ্যে ৯০ জনই নিহত হন বাতাক্লঁয়ে। হামলার পরদিন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করে নেয়।

এদিকে, সোমবার থেকে প্যারিসে শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন। এ সম্মেলনে প্রায় দেড়শ দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে অনেকেই প্যারিসে পৌঁছাতে শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ০৬৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।