ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘অলিম্পিক ২০২৪’ আয়োজনের বিপক্ষে মত হামবুর্গবাসীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
‘অলিম্পিক ২০২৪’ আয়োজনের বিপক্ষে মত হামবুর্গবাসীর

ঢাকা: ২০২৪ সালের অলিম্পিক ও প্যারা-অলিম্পিক আয়োজনের বিপক্ষে মত দিয়েছেন জার্মানির হামবুর্গ নগরীর অধিবাসীরা। রোম, প্যারিস, বুদাপেস্ট ও লস এঞ্জেলেসের পাশাপাশি হামবুর্গও ২০২৪ সালের অলিম্পিক আয়োজনের শক্তিশালী দাবিদার ছিলো।



তবে রোববার অনুষ্ঠিত গণভোটে নগরীর অর্ধেকেরও বেশি লোক (৫১.৭ শতাংশ) এই অলিম্পিক আয়োজনের বিপক্ষে মত দেন।

হামবুর্গের মেযর ওলাফ শোলজ বলেন, এই সিদ্ধান্ত আমরা আশা না করলেও এটি পরিষ্কার।

অবশ্য জার্মানির অলিম্পিক কর্তৃপক্ষ স্বাগতিক শহর হিসেবে বার্লিনের বদলে হামবুর্গকে নির্বাচিত করেছিলো। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকের পর জার্মানিতে আর অলিম্পিক অনুষ্ঠিত হয়নি।

ধারণা করা হচ্ছে, ‍অলিম্পিক আয়োজন উপলক্ষ্যে অতিরিক্ত খরচই হামবুর্গবাসীর মুখ ফিরিয়ে নেয়ার কারণ।

হামবুর্গবাসীর এই রায়ে হতাশা প্রকাশ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিল (আইওসি)।

দুই বছর আগে মিউনিখের অধিবাসীরাও ২০২২ সালের শীতকালীন অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ভোট দেন। এছাড়া জনসমর্থনের অভাবে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের বোস্টন নগরীও ২০২৪ সালের অলিম্পিক আয়োজনের দৌড় হতে নিজেদের প্রত্যাহার করে নেয়। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে নির্ধারণ হবে অলিম্পিকের স্বাগতিক নগরী।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।