ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ব্যাপক সহিংসতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
নাইজেরিয়ায় ব্যাপক সহিংসতা

ঢাকা: নাইজেরিয়ায় ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।



শনিবার (০৫ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৬টায় (বাংলাদেশ সময় সকাল ১১টা) দেশটির বায়েলসা রাজ্যের দক্ষিণ আইজ স্থানীয় প্রশাসনের ওপোরোমা শহরে গোলাগুলি শুরু হয়। তবে কাদের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

গুলির ঘটনা শুরু হতেই শহরের অধিবাসীরা যে যেখানে পারছেন, লুকানোর চেষ্টা করছেন বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।