ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাজিকিস্তানে ৭.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
তাজিকিস্তানে ৭.২ মাত্রার ভূমিকম্প

ঢাকা: মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে একটি শক্তিশালী অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২।

ভূমিকম্পে কেঁপেছে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের কিছু এলাকাও।

সোমবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ১টা ৫০ মিনিট) দেশটির মারঘব শহরের ১০৯ পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের ফলে ভারতের রাজধানী নয়াদিল্লি, জম্মু-কাশ্মীর, উত্তর প্রদেশ, পাঞ্জাব, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল ও আফগানিস্তানের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা কেঁপে উঠেছে।

ভারতীয় ও পাকিস্তানি সংবাদমাধ্যম জানায়, কম্পন অনুভূত হলে আতঙ্কে কর্মস্থল ও ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে লোকজন। তবে, ভূমিকম্পে তৎক্ষণাৎ কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত অক্টোবরেই আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে অন্তত ২৮০ জন নিহত হয়। আহত হয় সহস্রাধিক মানুষ।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫/আপডেট ১৪২৬ ঘণ্টা/আপডেট ১৪৪৩ ঘণ্টা
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।