ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান যাচ্ছে ভারতীয় প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
পাকিস্তান যাচ্ছে ভারতীয় প্রতিনিধি দল ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ

ঢাকা: পাকিস্তান সফরে যাচ্ছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ।



মঙ্গলবার (০৮ ডিসেম্বর) পাকিস্তানে যাবেন সুষমা। পরদিন বুধবার (০৯ ডিসেম্বর) দেশটির উচ্চ পর্যায়ের একটি টিমের সঙ্গে তাদের আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া সাক্ষাৎ হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের সঙ্গেও।

বিগত তিন বছরে ভারতের বড় কোনো কূটনৈতিক প্রতিনিধি দলের পাকিস্তানে এটিই প্রথম সফর। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (০৬ ডিসেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারত-পাকিস্তানের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে জম্মু-কাশমির ইস্যু ছাড়াও সীমান্ত বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।