ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টাইমস-এর বর্ষসেরার তালিকায় ‘আইএস খলিফা’ বাগদাদি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
টাইমস-এর বর্ষসেরার তালিকায় ‘আইএস খলিফা’ বাগদাদি! ছবি: সংগৃহীত

ঢাকা: টাইমস ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তির তালিকায় ডোনাল্ড ট্রাম্পের মতো বিতর্কিত ব্যক্তিত্বের পাশাপাশি উঠে এল ইসলামিক স্টেট (আইএস) প্রধান ও স্বঘোষিত খলিফা আবু বকর আল বাগদাদি‘র নাম।

প্রথম বাছাই পর্বে ৫৮ জন বিশ্ব ব্যক্তিত্বের মধ্যে প্রথম আট জনের তালিকায় ঢুকে পড়েন আইএস প্রধান।



বাগদাদি এই তালিকায় ঢুকে পড়া নিয়ে টাইমস-এর যুক্তি হলো, সিরিয়া ও ইরাকে অনুগামীদের জেহাদে উদ্বুদ্ধ করা এবং তিউনিসিয়া ও ফ্রান্সের মতো দেশে হামলা চালানো, সব মিলিয়ে তাঁর যে প্রভাব এর ভিত্তিতেই প্রথম আট জনের তালিকায় ঢুকে পড়েছেন তিনি।

বাগদাদি এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টাইমস-এর চূড়ান্ত আটের তালিকায় রয়েছেন জার্মানি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অলিম্পিক জয়ী ব্রুস জেনারের মতো ব্যক্তিত্বরা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।