ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিডনিতে হামলার পরিকল্পনাকালে দুই সন্দেহভাজন জঙ্গি আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
সিডনিতে হামলার পরিকল্পনাকালে দুই সন্দেহভাজন জঙ্গি আটক ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার সিডনিতে এক সরকারি ভবনে হামলার পরিকল্পনাকালে দুই সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে দেশটির পুলিশ। আটককৃতদের বয়স যথাক্রমে ১৫ ও ২০ বছর।



বয়স জানালেও তাদের নাম-পরিচয় এখনও জানায়নি সিডনি পুলিশ। এমনকি কোন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হলো, সে ব্যাপারেও কিছু জানানো হয়নি।

আটককৃতদেরকে তাদের বাড়ি থেকে পাকড়াও করা হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। তাদের বিরুদ্ধে জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।