ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস মোকাবেলায় আরও বড় জোট চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আইএস মোকাবেলায় আরও বড় জোট চায় যুক্তরাষ্ট্র

ঢাকা: সিরিয়া ও ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দমনে ও সন্ত্রাস নির্মূলে আরও বড় জোট চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মিত্র ও সহযোগী দেশগুলোর প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দেশটি।



মার্কিন সিনেটের আর্মড সার্ভিস কমিটিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বলেছেন, আরেকটি প্যারিস হামলা বা এর চেয়েও বড় হামলা এড়াতে হলে আমাদের মিত্র ও সহযোগী দেশগুলোসহ আন্তর্জাতিক কমিউনিটিকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, তুরস্কের উচিত তার সীমান্তে আরও কড়াকড়ি আরোপ করা। সৌদি আরব ও উপসাগরীয় রাষ্ট্রগুলো শুরু থেকেই আমাদের সঙ্গে আছে, তবে তাদের মনযোগ ইয়েমেন সংঘাতের দিকেই বেশি।

কার্টার আরও বলেন, গত সপ্তাহে আমি ৪০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে কথা বলেছি। আইএস মোকাবেলায় তাদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছি।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।