ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উ. কোরিয়ার হাইড্রোজেন বোমার দাবি যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
উ. কোরিয়ার হাইড্রোজেন বোমার দাবি যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান

ঢাকা: হাইড্রোজেন বোমা রয়েছে বলে যে দাবি করেছিলো উত্তর কোরিয়া, তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদসংস্থা কেসিএনএ এক খবরে জানায়, উত্তর কোরিয়া স্বনিয়ন্ত্রিত একটি হাইড্রোজেন বোমা ও একটি পারমাণবিক বোমা উৎক্ষেপণে প্রস্তুত।



যদি এ দাবি সত্যি হয়ে থাকে, তাহলে পরমাণু কর্মসূচিতে পিয়ংইয়ং যথেষ্ট এগিয়ে গেছে বলে স্বীকার করে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

কিন্তু পিয়ংইয়ংয়ের এ দাবি প্রত্যাখ্যান করে হোয়াইট হাউজ মুখপাত্র জোশ আর্নেস্ট বলেছেন, তাদের দাবি যথেষ্ট প্রশ্নবিদ্ধ। তবে আমরা হুমকিটা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।