ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শাহীন-৩ ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
শাহীন-৩ ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালালো পাকিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: ভূমি থেকে ভূমি মধ্যপাল্লার ব্যালাস্টিক মিসাইল ‘শাহীন-৩’র সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।

শুক্রবার (১১ ডিসেম্বর) এ পরীক্ষা চালানো হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন পরীক্ষা চালানো এই ব্যালাস্টিক মিসাইল ২ হাজার ৭৫০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সেই সঙ্গে এটি পারমাণবিক বোমা বহনেও সক্ষম।

গত বছর পাকিস্তান শাহীন-১ ও শাহীন-২ মিসাইলের পরীক্ষা চালায়। এরই ধারায় এই সিরিজের সর্বাধুনিক মিসাইলটির পরীক্ষা চালানো হলো এবার।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।