ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলের কূটনৈতিক পাড়ায় তালেবান হামলা, ২ গার্ড নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
কাবুলের কূটনৈতিক পাড়ায় তালেবান হামলা, ২ গার্ড নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক পাড়ায় আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়েছে তালেবানরা। এতে দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।

আহত হয়েছে আরও ছয়জন।

শুক্রবার (১১ ডিসেম্বর) স্প্যানিশ দূতাবাসের বিপরীতে একটি গেস্ট হাউসকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বেশ কিছু পশ্চিমা দেশের দূতাবাস ও সরকারি ভবনের অদূরে এ ‘মিশনে’ যায় তালেবানরা।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সেদ্দিকি বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তড়িৎ পদক্ষেপ নিয়েছে নিরাপত্তা বাহিনী।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।