ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির ছেলে লেবাননে ‘অপহরণের’ শিকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
গাদ্দাফির ছেলে লেবাননে ‘অপহরণের’ শিকার হান্নিবাল গাদ্দাফি

ঢাকা: লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে হান্নিবাল গাদ্দাফি লেবাননে অপহরণের শিকার হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ‍আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



বাংলাদেশ সময় শুক্রবার (১২ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে সংবাদমাধ্যম জানায়, একদল সশস্ত্র বন্দুকধারী তাকে অপহরণ করে নিয়ে গেছে।

২০১২ সালে দেশ থেকে পালিয়ে আসার পর ৪০ বছর বয়সী হান্নিবালকে মা ও বোনসহ ওমানে আশ্রয়ের সুযোগ দেওয়া হয়।

সম্প্রতি লেবাননের একটি টিভি ফুটেজে ‍তাকে দেখা যায়। তবে কতোদিন ধরে তিনি সেখানে অবস্থান করছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

২০১১ সালে বিদ্রোহীদের হাতে উ‍ৎখাত ও নিহত হন স্বৈরশাসক গাদ্দাফি।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।