ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লেবানন ভ্রমণ না করতে আমেরিকানদের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
লেবানন ভ্রমণ না করতে আমেরিকানদের আহ্বান ছবি: সংগৃহীত

ঢাকা: লেবানন ভ্রমণ এড়িতে চলতে আমেরিকানদের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট। স্থানীয় সময় শুক্রবার (১১ ডিসম্বর) এ আহ্বান জানানো হয়।



গত মাসে বৈরুতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলায় কমপক্ষে ৪৪ জনের প্রাণহানি হয়।

স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, লেবাননে যেকোনো সময় ফের এ ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ শহরে অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা হামলা চালাতে পারে।

গত ১২ নভেম্বর লেবাননের রাজধানী বৈরুতে পৃথক দু’টি আত্মঘাতী বোমা হামলায় ৪৪ জন নিহত হন। এতে আহত হন আরো অন্তত ১৮১ জন। বৈরুতের বাণিজ্যিক ও আবাসিক এলাকা বুর্জ আল বারাজনিহ’র দক্ষিণ শহরতলীর শিয়া কমিউনিটি সেন্টার ও বেকারির কাছে এ বোমা হামলা চালানো হয়।

পরবর্তীতে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি সংগঠন আইএস।

বাংলাদেশ সময়:০৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।