ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাক-সৌদি সীমান্তে আত্মঘাতী বোমা হামলা, ৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
ইরাক-সৌদি সীমান্তে আত্মঘাতী বোমা হামলা, ৬ সেনা নিহত

ঢাকা: সৌদি আরব সংলগ্ন ইরাক সীমান্তে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ইরাকি সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডারসহ ছয় সেনা নিহত হয়েছেন।



শনিবার (১২ ডিসেম্বর) ইরাকের আনবার প্রদেশের হাফর যাওইয়াহ বর্ডার পোস্টে এ হামলার ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ সেনা।

ইরাকি সেনাবাহিনীর এক লেফটেনেন্টে কর্নেল জানিয়েছেন, হামলাকারী ক্যাপ্টেন ৠাংকের ইউনিফর্ম পরে বিস্ফোরকবাহী মিলিটারি গাড়িতে চেপে ঘটনাস্থলে যায়। বর্ডার পোস্ট এলাকায় প্রবেশের সঙ্গে সঙ্গে সে বিস্ফোরণ ঘটায়।

হামলায় নিহত কমান্ডারের নাম হুসেইন আল-গোলি। তিনি সীমান্তরক্ষী বাহিনীতে লেফটেনেন্ট কর্নেল ৠাংকে কর্মরত ছিলেন।

এখন পর্যন্ত এ হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করে নেয়নি। তবে এর পেছনে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ইরাকের আনবার প্রদেশের বৃহৎ একটি এলাকা নিয়ন্ত্রণ করে থাকে এই জঙ্গি সংগঠন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।