ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কপ-২১ খসড়া

উন্নত দেশগুলোকে বছরে ১০০ বিলিয়ন ডলার দিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
উন্নত দেশগুলোকে বছরে ১০০ বিলিয়ন ডলার দিতে হবে ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান জলবায়ু সম্মেলনে চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। এ চুক্তি অনুযায়ী ২০২০ সাল থেকে উন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ১০০ বিলিয়ন ডলার (৭ লাখ ৮০ হাজার ৬৫০ কোটি টাকা) দিতে হবে।



শনিবার (১২ ডিসেম্বর) ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার ব্যাপারে একমত হয়েছেন সবাই।

এর আগে তিনি জানান, প্যারিস সম্মেলনে চুক্তি সই হলে তা ২০২০ সাল থেকে কার্যকর হবে। সংগ্রহ করা হবে ফান্ড, সেই ফান্ড ব্যয় হবে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জীবন-মান উন্নয়নে।

৩০ নভেম্বর শুরু হওয়া জাতিসংঘের উদ্যোগে ১৯৫ জাতির এ জলবায়ু সম্মেলন শুক্রবার (১১ ডিসেম্বর) শেষ হওয়ার কথা থাকলেও ডেডলাইনের একদিন পর, শনিবার খসড়া চূড়ান্ত করেন প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
আরএইচ

** প্যারিসে চুক্তির খসড়ায় সম্মত বিশ্ব নেতারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।