ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে মিউনিসিপ্যাল নির্বাচনে ১৭ নারী নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
সৌদি আরবে মিউনিসিপ্যাল নির্বাচনে ১৭ নারী নির্বাচিত ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবে মিউনিসিপ্যাল নির্বাচনে ১৭ নারী প্রার্থী নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো দেশটিতে এবার ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন নারীরা।



শনিবার (১২ ডিসেম্বর) সৌদি আরবে অনুষ্ঠিত হয় এ মিউনিসিপ্যাল নির্বাচন। রোববার (১৩ ডিসেম্বর) এর ফল ঘোষিত হয়। এতে ২১০০ কাউন্সিল আসনে ৯৭৮ জন নারী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই সঙ্গে ৫ হাজার ৯৩৮ জন পুরুষ প্রার্থীও ছিলেন।

নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেন ১ লাখ ৩০ হাজার নারী। আর পুরুষ ভোটার ছিলেন ১৩ লাখ ৫০ হাজার জন।

দেশজুড়ে বিভিন্ন মিউনিসিপ্যালে ১৭ নারী নির্বাচত হওয়ার খবরটি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয়। তবে সৌদি প্রেস এজেন্সি এখনও চার নারী নির্বাচিত হওয়ার খবর জানিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএইচ

**  সৌদি আরবে নির্বাচিত হলেন নারী কাউন্সিলর
** সৌদিতে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন নারীরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।