ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আর্জেন্টিনায় বাস দুর্ঘটনায় ৪১ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আর্জেন্টিনায় বাস দুর্ঘটনায় ৪১ পুলিশ নিহত

ঢাকা: দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলীয় দেশ আর্জেন্টিনায় পুলিশবাহী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪১ জনের প্রাণহানি হয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।



খবরে বলা হয়, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে ৯৩২ মাইল (দেড় হাজার কিলোমিটার) দূরে সালতা শহরের দিকে যাচ্ছিল সশস্ত্র পুলিশবাহী তিনটি বাস। পথিম্যধ্যে সেতু পার হওয়ার সময় একটি বাস দুর্ঘটনায় কবলিত হয়।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের স্থানীয় পরিচালক অ্যাঞ্জেল ম্যারিনারো বলেন, রাস্তায় সেতু পার হওয়ার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর তখনই দুর্ঘটনাটি ঘটে।

‘এ সময় সেতু থেকে প্রায় ৬৫ ফুট নিচে পড়ে যায় বাসটি। ঘটনাস্থল থেকে ৪১জনের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। ’

কর্মকর্তারা জানান, বাসে ৬০জন সশস্ত্র পুলিশ ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫, আপডেট: ২০৪৫ ঘণ্টা
জেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।