ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শরণার্থী সঙ্কট ইউরোপের জন্য ‘ঐতিহাসিক পরীক্ষা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
শরণার্থী সঙ্কট ইউরোপের জন্য ‘ঐতিহাসিক পরীক্ষা’ ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপে শরণার্থী সঙ্কটকে ‘একটি ঐতিহাসিক পরীক্ষা’ হিসেবে বর্ণনা করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল।

একই সঙ্গে ২০১৫ সালকে ‘একটি অবিশ্বাস্য বছর’ বলেও উল্লেখ করেন তিনি।



সোমবার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বিষয়টি জানানো হয়।

খবরে বলা হয়, কার্লসরুহের ক্রিস্টান ডেমোক্রেটস-এর বার্ষিক পার্টি কনফারেন্সে আঙ্গেলা মেরকেল এ কথা বলেন।

২০১৫ সালে ১০ লাখের বেশি শরণার্থী নেওয়ার ঘোষণা দিয়েছে তার সরকার।  

যুদ্ধ-বিধ্বস্ত সিরীয় শরণার্থীদের গ্রহণের বিষয়ে ঘোষণা দিলে তার পার্টির নেতারা তা ভালোভাবে নেয়নি। এ নিয়ে সমালোচনার মুখে পড়তে তাকে।

সমালোচনার উত্তরে সম্মেলনে মেরকেল বলেন, শরণার্থী প্রবেশের হার ‘লক্ষ্যণীয়ভাবে কমেছে’।

এরই মধ্যে চলতি বছরের প্রথম ১১ মাসে ৯ লাখ ৬৫ হাজার ৫৭৪ শরণার্থীর তালিকা করেছে দেশটি। তবে বছর শেষে তা এক মিলিয়ন অর্থাৎ ১০ লাখ ছাড়িয়ে যাবে বলে খবরে বলা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এমএ

** ১০লাখ শরণার্থীর তালিকা করেছে জার্মানি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।