ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউরোপে সাইবার অপরাধের অভিযোগ ১২ তরুণ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ইউরোপে সাইবার অপরাধের অভিযোগ ১২ তরুণ গ্রেফতার ছবি: সংগৃহীত

ঢাকা: ট্রোজান হর্স সাইবার অপরাধের অভিযোগে দুই সপ্তাহব্যাপী অভিযান চালিয়ে ১২ তরুণকে গ্রেফতার করেছে ইউরোপীয় নিরাপত্তা বাহিনী। ফ্রান্স, নরওয়ে ও রোমানিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।



সোমবার (১৪ ডিসেম্বর) ইউরোপীয় পুলিশ সংস্থা ইউরোপোলের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। গ্রেফতারকৃত তরুণদের বয়স ১৩ থেকে ২০ বছরের মধ্যে।

অভিযুক্ত তরুণদের ধরতে ডিসেম্বরের শুরুতে নয় সদস্যদের একটি পুলিশ দল অভিযান শুরু করে।

ইউরোপোলের উপ-পরিচালক উইল ভ্যান গ্যামার্ট বলেন, গ্রেফতারকৃত তরুণরা অনলাইনে বিভিন্ন আপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। তাই তাদের প্রতিরোধ করতে পুলিশ চ্যালেঞ্জ গ্রহণ করে।

একটি সূত্র জানায়, গ্রেফতারকৃত তরুণরা দেশগুলোতে কার্যরত আমেরিকান বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে সাইবার হামলা অব্যাহত রাখে।

অভিযুক্ত তরুণরা সতন্ত্রভাবে একই সংগঠনের অধীনে কাজ করছিলো বলেও জানান ইউরোপোলের এক মুখপাত্র।

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।