ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কেজরিওয়ালের কার্যালয়ে সিবিআই’র তল্লাশি, সিলগালা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
কেজরিওয়ালের কার্যালয়ে সিবিআই’র তল্লাশি, সিলগালা ছবি: সংগৃহীত

ঢাকা: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অফিসে তল্লাশি চালিয়েছেন সিবিআই সদস্যরা। এ সময় তারা কার্যালয়টি সিলগালা করে দেন বলে এক টুইট বার্তায় জানিয়েছেন কেজরিওয়াল।



মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে সিবিআই সদস্যরা এ তল্লাশি চালান। সিলগালা করে দিলেও এক সূত্রের বরাত দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ভবনের তৃতীয় তলায় এখনও তল্লাশি চলছে।

এ ঘটনায় মঙ্গলবার আধ ঘণ্টার মধ্যে পরপর তিনটি টুইট করেন কেজরিওয়াল। প্রথম টুইটে তিনি তল্লাশির খবরটি জানান।

দ্বিতীয় ও তৃতীয় টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। দ্বিতীয় টুইটে তিনি লেখেন, রাজনৈতিকভাবে আমাকে মোকাবেলা করতে না পেরে মোদি এখন কাপুরুষোচিত পথ অবলম্বন করছেন।

তৃতীয় টুইটে তিনি লেখেন, মোদি একজন কাপুরুষ ও মানসিক রোগী।

তবে কি কারণে এ তল্লাশি সে বিষয়ে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫/আপডেট: ১১১৯ ঘণ্টা
জেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।