ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‍উ.কোরিয়ায় কানাডীয় ধর্মযাজককে যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
‍উ.কোরিয়ায় কানাডীয় ধর্মযাজককে যাবজ্জীবন ছবি: সংগৃহীত

ঢাকা: কোরীয় বংশোদ্ভূত এক কানাডীয় ধর্ম যাজককে ‘কঠোর শ্রম’ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ আদালত। হেউন সু লিম নামের ৬০ বছর বয়সী ওই যাজক গত জানুয়ারি মাসে দেশটিতে গিয়েছিলেন।



তার বিরুদ্ধে উত্তর কোরিয়ার বর্তমান শাসকগোষ্ঠীকে উচ্ছেদ করে দেশটিকে একটি ধর্মরাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।  

সব ধরনের ধর্মীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা উত্তর কোরিয়ার দুর্গতদের মানবিক সহায়তা করতে সঙ্গীদের গত ৩১ জানুয়ারি দেশটির রাজধানী পিয়ং ইয়ংয়ে পৌঁছান হেউন সু লিম।

তিনি লাইট কোরিয়ান প্রেসবাইতেরিয়ান চার্চের প্রধান। এই সংস্থার প্রধান হিসেবে গত দুই দশকে তিনি উত্তর কোরিয়ায় বহুবার বিভিন্ন মানবিক তৎপরতায় অংশ নিয়েছিলেন। গত ফেব্রুয়ারি মাসে তাকে আটক করা হয়।

গ্রেফতারের পর তিনি অপরাধে জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন বলে এর আগে উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।