ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শরণার্থী সংকট

চ্যানেল টানেলে ফরাসি পুলিশের টিয়ার শেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
চ্যানেল টানেলে ফরাসি পুলিশের টিয়ার শেল ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যানেল টানেলে সহস্রাধিক শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করেছে ফরাসি পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) অভিবাসন প্রত্যাশীরা জোরপূর্বক টানেল অতিক্রম করে ব্রিটেনে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এ পদক্ষেপ নেয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফরাসি বন্দরনগরী কেলে’র কাছেই এই চ্যানেল টানেল অবস্থিত।

সাধারণত মানবপাচার চক্রকে অর্থ দিয়ে অথবা নিজ উদ্যোগে রাতের বেলায় জীবনের ঝুঁকি নিয়ে টানেলের অপর প্রান্তে পৌঁছানোর চেষ্টা করেন অভিবাসন প্রত্যাশীরা। তবে এবার তারা দিনের বেলায়ই এ চেষ্টা চালায় বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
‌আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।