ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৬২ পিকেকে বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
তুরস্কে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৬২ পিকেকে বিদ্রোহী নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে গত চারদিনে অন্তত ৬২ জন পিকেকে বিদ্রোহী নিহত হয়েছে। এসব অভিযানে দুই তুর্কি সেনাও নিহত হয়েছে।



নিরাপত্তা বাহিনী ও সেনা সূত্রের বরাত দিয়ে শনিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

খবরে বলা হয়, শনিবার কুর্দিশ দিয়ারবাকির প্রদেশের সুর জেলায় পিকেকে’র বিরুদ্ধে পরিচালিত অভিযানের সময় এক তুর্কি সেনা নিহত হন। এছাড়া শুক্রবার (১৮ ডিসেম্বর) সীমান্তবর্তী সিজরে শহরে অপর এক অভিযানে দুই তুর্কি সেনা আহত হন, যাদের একজন পরে মারা যান।

তুর্কি সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়া ও ইরাকের সীমান্তবর্তী সিজরে ও সিলোপি এলাকায় গত চারদিনের অভিযানে অন্তত ৬২ জন পিকেকে বিদ্রোহী নিহত হয়েছে। কারফিউয়ের অধীনে থাকা শহর দু’টো এবার তুর্কি সরকারের পিকেকে বিরোধী অভিযানের মূল লক্ষ্য। এই দুই শহরে ট্যাংকসহ ১০ হাজার পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।