ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যৌথবাহিনীর অভিযানে ‘৯ ইরাকি সেনা নিহত’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
যৌথবাহিনীর অভিযানে ‘৯ ইরাকি সেনা নিহত’ ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানের সময় ‘ভুলবশত’ ইরাকি বাহিনীর অবস্থানের খুব কাছে বোমা ফেলায় নয় ইরাকি সেনা নিহত হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ফাল্লুজায় এ অভিযান পরিচালিত হয় বলে শনিবার (১৯ ডিসেম্বর) ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।



এক সংবাদ সম্মেলনে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল-ওবেইদি বলেছেন, ফাল্লুজার কাছে যৌথবাহিনীর বিমানগুলো অগ্রসরমান স্থলবাহিনীকে কাভার করছিল। কারণ খারাপ আবহাওয়ার কারণে ইরাকি হেলিকপ্টারগুলো উড়তে পারছিল না। এই কাভার দেওয়ার সময়ই ভুলবশত বোমা ফেলা হয় যৌথবাহিনীর বিমান থেকে। এ ঘটনায় এক সেনা কর্মকর্তাসহ নয় সেনা নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।