ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার ভলগোগ্রাদে গ্যাস বিস্ফোরণ, অ্যাপার্টমেন্টে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
রাশিয়ার ভলগোগ্রাদে গ্যাস বিস্ফোরণ, অ্যাপার্টমেন্টে আগুন

ঢাকা: রাশিয়ার শিল্প শহর ভলগোগ্রাদে একটি অ্যাপার্টমেন্টে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহত অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) ভলগোগ্রাদের ওই অ্যাপার্টমেন্টে এ গ্যাস বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর অ্যাপার্টমেন্ট থেকে অন্তত ৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।

ভলগোগ্রাদ ১৫৮৯ সাল থেকে ১৯২৫ সাল পর্যন্ত সারিৎসিন ও ১৯২৫ সাল থেকে ১৯৬১ সাল পর্যন্ত স্টালিনগ্রাদ নামে পরিচিত ছিল।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।