ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিস হামলা

নবম সন্দেহভাজনকে আটক করেছে বেলজিয়াম পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
নবম সন্দেহভাজনকে আটক করেছে বেলজিয়াম পুলিশ ছবি: সংগৃহীত

ঢাকা: প্যারিস হামলায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করেছে বেলজিয়াম পুলিশ। এ নিয়ে নয়জনকে আটক করা হলো।



বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ওই ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বেলজিয়াম কর্তৃপক্ষ। তবে তার নাম-পরিচয় জানানো হয়নি। মঙ্গলবার (২২ ডিসেম্বর) তাকে আটক করা হয়।

গত ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ও এর আশেপাশের ছয়টি স্থানে পৃথক হামলা চালায় জঙ্গিরা। এর মধ্যে থিয়েটার হল বাতাক্লঁ ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হামলা উল্লেখযোগ্য। এসব হামলায় ১৩০ জন নিহত হন। পরবর্তী সময়ে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করে নেয়।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।