ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের মালদায় বোমা বিস্ফোরণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
পশ্চিমবঙ্গের মালদায় বোমা বিস্ফোরণে নিহত ২ ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিমবঙ্গের মালদা জেলায় বোমা বানানোর সময় বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।



সোমবার (২৮ ডিসেম্বর) মালদার সুজাপুরের দাঙ্গা এলাকায় কালিয়াচক পুলিশ ফাঁড়ির কাছাকাছি একটি প্লাস্টিক কারখানায় এ বিস্ফোরণ ঘটে।

নিহত দু’জন হলেন নিলু শেখ ও ফয়জুল শেখ। বিস্ফোরণে তাদের মুখ প্রায় ঝলসে গেছে। আর আহত তিনজনের মধ্যে দু’জনের নাম নবী শেখ এবং ইনজাজুল আলম। এ দু’জনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
      
আহতদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের জোনাল প্রেসিডেন্ট নফাজুল আলমের আত্মীয় বলে জানাচ্ছে স্থানীয় সংবাদমাধ্যম।

এর আগে, রোববার মালদার ইংরেজ বাজার এলাকায় জনতাকে লক্ষ্য গুলি চালানোর অভিযোগ ওঠে স্থানীয় পঞ্চায়েত সভাপতি তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই ঘটনায়ও দু’জনের মৃত্যু হয়। ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এ বিস্ফোরণে কাঁপলো মালদা।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫/আপডেট ১৮৪১ ঘণ্টা
এইচএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।