ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার ইবোলামুক্ত হলো গিনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এবার ইবোলামুক্ত হলো গিনি ছবি: সংগৃহীত

ঢাকা: প্রাণঘাতী ভাইরাস ইবোলা থেকে মুক্ত হলো পশ্চিম আফ্রিকার আরেক দেশ গিনি। প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যুর পর মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দেশটিকে ইবোলামুক্ত ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

এখন এ ভাইরাসে আক্রান্তের তালিকায় থাকলো লাইবেরিয়া।

গিনির রাজধানী কনাকৃ’র বাসিন্দারা কর্তৃপক্ষ ও হু’র মাধ্যমে এ ঘোষণা জানতে পেরেছেন। এর আগে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনকে ইবোলামুক্ত ঘোষণা করে হু।

এদিকে, ঘোষণা উপলক্ষে বুধবার (৩০ ডিসেম্বর) বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ। এতে ভাইরাসটি প্রতিরোধে কাজ করতে গিয়ে প্রাণ হারানো ১১৫ স্বাস্থ্যকর্মীর প্রতি সম্মান প্রদর্শন করা হবে।

গত ৮ নভেম্বর সিয়েরা লিওনকে ইবোলামুক্ত ঘোষণা করা হয়। ভাইরাসে দেশটিতে চার হাজার মানুষের প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।