ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারী তুষারপাতে ইস্তাম্বুলে শতাধিক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
ভারী তুষারপাতে ইস্তাম্বুলে শতাধিক ফ্লাইট বাতিল

ঢাকা: ভারী তুষারপাতের কারণে তুরস্কের ইস্তাম্বুলের দু’টি বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সেই সঙ্গে শহরের স্কুলগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।



বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ইস্তাম্বুলের বিমানবন্দর দু’টি থেকে কোনো প্লেন ওঠা-নামা করছে না বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। ভারী তুষারপাত অব্যাহত থাকলে শুক্রবারও (০১ জানুয়ারি) এ দুই বিমানবন্দরে প্লেন ওঠা-নামা করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি সংখ্যক ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইন্স। ইস্তাম্বুলের প্রধান বিমানবন্দর আতাতুর্কে এ এয়ারলাইন্সের ২৬৫টি ও সাবিহা গোকসেন বিমানবন্দরে ৩৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া পেগাসাস এয়ারলাইন্সের ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।