ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সবধরনের সৌদি পণ্যে ইরানের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
সবধরনের সৌদি পণ্যে ইরানের নিষেধাজ্ঞা ছবি: সংগৃহীত

ঢাকা: সবধরনের সৌদি পণ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে দুই দেশের সাম্প্রতিক সম্পর্ক অবনতির ধারায় এ পদক্ষেপ নিল তেহরান।



বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানানো হয় ইরানি সংবাদমাধ্যমে।

এর আগে গত ১ জানুয়ারি এক বিবৃতিতে রিয়াদ জানায়, শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমরসহ ৪৭ ‘সন্ত্রাসী’র মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এরা সবাই ২০০৩ সাল থেকে ২০০৬ সালের মধ্যে সৌদি আরবে ও এর প্রতিবেশী দেশগুলোয় আল-কায়েদার বিভিন্ন হামলার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

এ ঘটনার পরপরই তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এর প্রতিক্রিয়ায় গত ৩ জানুয়ারি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব এবং পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানি কূটনীতিকদের রিয়াদ ত্যাগের নির্দেশ দেয়।

কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর গত ৪ জানুয়ারি তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও ছিন্নের ঘোষণা দেয় রিয়াদ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।