ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস দমনে সিলিকন ভ্যালির সহায়তা নেবে হোয়াইট হাউজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
আইএস দমনে সিলিকন ভ্যালির সহায়তা নেবে হোয়াইট হাউজ

ঢাকা: ইসলামিক স্টেট এবং অন্যান্য জঙ্গি সংগঠনকে প্রতিহত করতে সিলিকন ভ্যালির শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তা নেওয়ার কথা ভাবছে হোয়াইট হাউজ।

সন্ত্রাসীদের দমনে প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে শিল্প নেতা এবং সরকারি কর্মকর্তারা আলোচনা করবেন বলে শুক্রবার (০৮ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়।



আইএস তাদের অনুসারীদের আকৃষ্ট করতে যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন কোম্পানিকে ব্যবহার করে তাদেরও ক্যালিফোর্নিয়ার সেন জোসে বৈঠকে ডাকা হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, আইএস এবং অন্যান্য জঙ্গিরা যেন প্রযুক্তি ব্যবহার করে বিচারের হাত থেকে বাঁচতে না পারে সে জন্য হাই-টেক এবং আইন প্রয়োগকারী নেতাদের পদক্ষেপ আহ্বান জানানো হবে। একই সঙ্গে এসব সন্ত্রাসীদের দমনে পদক্ষেপ নেওয়ার জন্য ‘টেকনোলজি ফার্ম’গুলোকেও চাপ প্রয়োগ করা হবে।

অ্যাপেল, গুগল, ফেসবুক এবং ইয়াহুসহ অন্যান্য শীর্ষ অনলাইন প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অবস্থিত।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।