ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শরণার্থী ক্যাম্পে কলেরায় ১০ সোমালির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
শরণার্থী ক্যাম্পে কলেরায় ১০ সোমালির মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: কেনিয়ায় সোমালিয়ানদের একটি শরণার্থী শিবিরে প্রাণঘাতী কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

অসুস্থ হয়ে পড়েছে আরও হাজারোধিক মানুষ।

নভেম্বরের শেষ দিকে কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলের দাদাব শিবিরে কলেরার এ প্রাদুর্ভাব দেখা দেয়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র বরাত দিয়ে শনিবার (৯ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

ইউএনএইচসিআর’র স্থানীয় কর্মকর্তা ওসমান ইউসুফ আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, বিশ্বের সবচেয়ে বড় এ শরণার্থী শিবিরে সাড়ে তিন লাখের মতো সোমালি নাগরিক রয়েছে। নভেম্বরের পর এখানে কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়। এতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে হাজারেরও বেশি মানুষ। কলেরা যেন মহামারির রূপ না নেয় সেজন্য স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।

তবে, এজন্য আন্তর্জাতিক সহযোগিতাও আরও দরকার বলে উল্লেখ করেন ওসমান ইউসুফ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।