ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ ছবি : সংগৃহীত

ঢাকা: মেক্সিকোতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।



স্থানীয় সময় রোববার (১০ জানুয়ারি) সকাল ৯টায় (বাংলাদেশ সময় রোববার দিনগত রাত ৯টা) দেশটির ভেরাক্রুজ অঙ্গরাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ভেরাক্রুজে আতোয়াক নদীর সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বাসটি।

ভেরাক্রুজ অঙ্গরাজ্যের সিভিল ডিফেন্সের প্রধান ইয়োলান্দা গুতিয়েরেজ জানিয়েছেন, বাসটিতে ৪৫ জন আরোহী ছিলেন। একটি ফুটবল টিম ও তাদের পরিবারের সদস্যরা এতে চেপে করডোবা শহর থেকে পেসো দেল মাচোতে যাচ্ছিলেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো এক টুইট বার্তায় হতাহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাংলাদেশ সময়: ০৬৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএইচ

** মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।