ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

তেলের দরে আরও পতন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
তেলের দরে আরও পতন ছবি: প্রতীকী

ঢাকা: তেলের দরপতনের অব্যাহত ধারা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না বিশ্ব। পতনের এ ধারায় সোমবার (১২ জানুয়ারি) এক যুগের রেকর্ড ভেঙে গেছে।

এদিন ব্যারেল প্রতি তেলের দর ৬ শতাংশ কমে ৩২ ডলারের (২ হাজার ৫২০ টাকা) কম দরে বিক্রি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে, এর আগে সর্বশেষ ২০০৩ সালের ২৩ ডিসেম্বর অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ৩১.৪১ ডলারে (২ হাজার ৪৭৪ টাকা) নেমে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, দরপতন অব্যাহত থাকলে ২০১৬ সালের শেষ নাগাদ অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলারেও (১ হাজার ৫৭৪ টাকা) নেমে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
‌আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ