ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিনের সমালোচক প্রিবিলভস্কির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
পুতিনের সমালোচক প্রিবিলভস্কির মরদেহ উদ্ধার

ঢাকা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক বলে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক ভ্লাদিমির প্রিবিলভস্কির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) মস্কোয় তার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রিবিলভস্কির সহকর্মী ইতিহাসবিদ ইয়ারি ফেলশতিনস্কি এ কথা জানিয়েছেন। তবে, এর বেশি কিছু বলেননি তিনি।

প্রিবিলভস্কির মরদেহ উদ্ধারের বিষয়ে রাশিয়ার প্রশাসনিক কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয় যায়নি।

২০০৭ সালে পুলিশ এ বিশ্লেষক ও সাংবাদিকের বাড়িতে অভিযান চালিয়ে তার কম্পিউটার ও কিছু ইলেক্ট্রনিক সরঞ্জাম জব্দ করে। ওই কম্পিউটারটিতে প্রিবিলভস্কির বই ‘দ্য করপোরেশন: রাশিয়া অ্যান্ড কেজিবি ইন দ্য এজ অব পুতিন’র তথ্যাদি ছিল। বইটি ২০০৯ সালে নিউইয়র্ক থেকে প্রকাশিত হয়।

২০১০ সালে বিরোধীরা রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘পুতিন চলে যাও’ বলে যে গণস্বাক্ষরতা আন্দোলন শুরু করেছিল, তাতে প্রথমদিকে স্বাক্ষর করেছিলেন প্রিবিলভস্কি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।