ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আল্পস পর্বতে বরফ ধসে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আল্পস পর্বতে বরফ ধসে ৩ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রান্সের আল্পস পর্বতে বরফ ধসে পড়ে দুই ফরাসি স্কুলছাত্র ও ইউক্রেনের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) আল্পসের একটি স্কি রিসোর্টে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

স্থানীয় সূত্র জানিয়েছে, ১০ ফরাসি ছাত্র ও তাদের শিক্ষক স্কি করার সময় বরফের চাকতি ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই ছাত্র ও এক ইউক্রেনিয়ানের মৃত্যু হয়। আহত হয় আরো দুই ছাত্র ও ওই শিক্ষক।

এদিকে, এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ দুর্ঘটনাকবলিতদের জরুরি সেবা দিতে নির্দেশ দিয়েছেন। এজন্য তিনি ঘটনাস্থল ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের গ্রেনবলের ডিউয়াক্স স্কি রিসোর্টে স্লাইপার কুকুর ও হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার অভিযান শুরু করতে বলেছেন।

এরইমধ্যে কুকুর ও চারটি হেলিকপ্টারের সাহায্যে ৬০ জন উদ্ধারকর্মী দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছেন।

ফরাসি আল্পস পর্বতে বরফ ধসে জানুয়ারির শুরু থেকে গত কয়েকদিনে আরো চারজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬/আপডেট: ০৪০৪ ঘণ্টা
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।