ঢাকা: পাকিস্তানভিত্তিক সংগঠন জইশ-ই-মোহম্মদ নেতা মাওলানা মাসুদ আজহারকে ‘নিরাপত্তা হেফাজতে’ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাঞ্জাবের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ভারতের পাঞ্জাবে পাঠানকোট বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে নয়াদিল্লির সন্দেহে থাকা মাসুদ আজহারকে সন্ত্রাস দমন অধিদফতর ‘নিরাপত্তা হেফাজতে’ নিয়েছে বলে এসময় তিনি জানান।
এ পরিস্থিতিকে ‘গ্রেফতার’ বলে ধরা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে রানা সানাউল্লাহ বলেন, পাঠানকোট হামলায় মাসুদ আজহারের সংশ্লিষ্টতার অভিযোগটি প্রমাণিত হলেই শুধু তাকে গ্রেফতার দেখানো যেতে পারে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে।
তবে এর আগে আজহার মাসুদের ‘আটকের’ ব্যাপারে কোনো তথ্য নেই বলে জানিয়েছিল পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১৩ জানুয়ারি) পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জইশ-ই-মোহাম্মদের প্রধানকে আটকের খবর দিয়েছিল।
মাসুদ আজহারকে আটক করার খবর জানানোর আগে বলা হয়, হামলার সন্দেহভাজন জইশ-ই-মোহাম্মদের তিন সদস্যকে আটক করা হয়েছে। এদেরও ‘নিরাপত্তা হেফাজতে’ নেওয়া হয়েছে।
তবে মাসুদ আজহারকে ‘নিরাপত্তা হেফাজতে’ নেওয়ার খবরটি উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ কাজী খলিলউল্লাহ বলেন, মাসুদ আজহারকে আটকের বিষয়ে আমরা অবগত নই। তবে, ইসলামাবাদে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চূড়ান্ত করতে পাকিস্তান ভারতের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
গত ২ জানুয়ারি ভোরে পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। এ ঘটনায় সাত ভারতীয় সেনা নিহত হন। ভারতের অভিযোগ, জইশ-ই-মোহাম্মদের কর্মীরাই এ হামলা চালিয়েছে। হামলার চার সন্দেহভাজন পৃষ্ঠপোষকের নামও পাকিস্তানকে জানায় নয়াদিল্লি।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
আরএইচ
** মাসুদ আজহারকে আটকের তথ্য নেই পাকিস্তানের কাছে!